'ভালোলাগা'টাকে মিথাইল গ্রুপের একটা অনিবার্য সদস্য বলে গণ্য করা যায় অকুণ্ঠমনে । হাইড্রোকার্বন গ্যাসের সাথে তাৎক্ষণিক ভালোলাগার এতো মিল যে সারা মন খুবলে নিলে হয়তো পেয়ে যেতে পারি কার্বন আর হাইড্রোজেনের অবাক-করে-দেওয়া রতিক্রিয়া । এমন ক্ষুধা এক একটা ভালোলাগায় বিষিয়ে থাকে যা পরে চলে গেলে চারদিকে কেমন যেন একটা আত্মার গন্ধে ভরে যায় ।
এখন আমার গা বেশ গরম আর ঘামহীন, ছেলের ঘেমো ঠাণ্ডা শরীরের পরশ পেয়ে আমার পাহাড়ঝর্ণাসীমিত 'ভালোলাগা' আরো বেশি সময় নিয়ে টিকে থাকার স্বাদ খুঁজছে । বেরিয়ে আসতে চাইছে হাইড্রোকার্বন সিরিজের বাঁধাধরা সাদস্যসম্মানটুকু ছিঁড়েখুলে । স্বাধীনতালাভের এক অবর্ণনীয় অবর্জনীয় অকাব্যিক হাহাকার ।
আমার গা ঘেঁষে সে বলছে, "বাবা হোয়াটস্অ্যাপ দেখো আমি মেসেজ দিচ্ছি, একটু মেসেজ দাও না"।
পিতাপুত্রের এই রসায়ন একটু অন্যভাবে বেঁচে থাকুক ।
পিতাপুত্রের এই রসায়ন একটু অন্যভাবে বেঁচে থাকুক ।
No comments:
Post a Comment