ঘন ঘন স্নিগ্ধ হাওয়া আমাকে কিছু করতে দেয় না । সেদিকে ঘুরিয়ে দেয় যেদিক থেকে এমন স্নিগ্ধতা আছড়ে আছড়ে পড়ে ।
কুতুব মিনার যেভাবে অক্ষয় থাকে, সেইভাবে দাঁড়িয়ে থাকা যায়না । হাওয়া ফুরিয়ে যাবার অনেক অনেক আগেই আমার অন্যমনস্কতা ফুরিয়ে যায় একেকটা যুগের অবসানের মতো ।
No comments:
Post a Comment