13 Jun 2016

খুদে আকারের ইনফ্যাচুয়েশন


রঙ্গরসের সাথে আমার তেমন কোনো রক্তযোগ নেই । হাসি যে আমার খুব সুন্দর এটা ছোটোবেলা থেকে জেনে এসেছি এর ওর মুখে । তাই হয়তো বিনাকারণে আমার মুখে হাসি দেখে আজও কেউ সাহস পায় না চেপে ধরে খুঁচিয়ে প্রশ্ন করার, "হাসছিস কেন ?" উল্টে তারাও হাসি হাসি মুখ করে আমাকে দেখে ।

আমি মনে মনে ধরে নিই একে বোধ হয় একধরণের ফ্যান্সি বলা হয় । কিম্বা খুদে আকারের ইনফ্যাচুয়েশন ।

No comments:

Post a Comment