13 Jun 2016

শামুক O সিজোফ্রেনিয়া


পায়ের একদম কাছে একটা ছোটখাটো ঘনঝোপ । ঝোপের আড়াল থেকে বেরিয়ে এগিয়ে আসছে একটা খয়েরিরঙা শামুক । আমি খুব সম্ভবত সিজোফ্রেনিয়াতে ভুগছি । শামুকের গতিপথ যেন মহাপ্রস্থানের পথ । 

ক্রমশঃ এগিয়ে আসছে আমার পায়ের দিকে আর আমি তাকে সিজোফ্রেনিক ভাষায় বলে যাচ্ছি, "হে তুমি আমার কাছে মরতে আসছো, হে তুমি আসছো আমাকে জেলে পুরে দিতে । আমার পরিবারকে কে বা দেখবে তুমি আমার পায়ের তলায় মরলে, হে শামুকভাই ?"

No comments:

Post a Comment