13 Jun 2016

জলপানে O সুরাপানে


জলপানে আমি হয়ে যাই একজন বীরযোদ্ধা । পেশিশূন্য সৈনিক । এমন একটা প্রাণী যার নিরস্ত্রীকরণের কোনো খাতাকলম নেই । আছে শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের নীরব প্রস্তুতি । 

সুরাপানে কিন্তু ভুলে যাই আগের গুলো বিশ্বযুদ্ধের ইতিহাস । ভুলে যাই সমস্ত সম্পর্কের ভূগোল । ভুলে যাই সবকিছুর বিজ্ঞান । ভুলে যাই আমার শৈশবকালীন সিঁড়িভাঙ্গার অংক । 

একমাত্র আমি আমিই থাকি শতকরা একশোভাগ ।

No comments:

Post a Comment