13 Jun 2016

ক্লিভেজের মহাকর্ষতত্ত্ব


কিছুদিন ধরে ভাবাচ্ছে ক্লিভেজের মহাকর্ষতত্ত্ব । সম্পূর্ণ নিরাভরণের চেয়েও অতিবল । কেন যে এমনটা হয় তা জানি না, যেমন স্টিফেন হকিংস্ জানে না ডোনাল্ড ট্রাম্পের সাফল্যের কারণ । আমি কি তাহলে হকিংসের খুব কাছাকাছি এসেছি এই না বোঝার লেভেলে ? নাকি জাস্ট একজন ভুয়ো বিজ্ঞানী সেজে থাকাটাই বেশ সেফ ! 

এটুকু বলতে পারি টেবিলে চাপড় মেরে যে ভেজ্ না নন্-ভেজ্ - কোনোটাই হতে পারে না এই সুন্দর সুন্দর ক্লিভেজগুলো । এমন অসম্পূর্ণতা আমাকে পূর্ণিমাতিথিতে পৌঁছে দিয়ে আসে বার বার ।

No comments:

Post a Comment