15 Jun 2016

দশটি আঙুলের নির্বিবাদ


দাঁতে নখগুলো কেটেকুটে বের করে ফেলি
প্রাচীনতম শহরের ধ্বংসাবশেষ
সবার সামনে 


সবাই দেখে
মুখে কিছু বলে না
আড়চোখে দেখে
মুখে কিছু বলে না
বার বার দেখে
মুখে কিছু বলে না ওরা কেউ


আধুনিক বিষণ্ণতায় কেউ কেউ সপ্রতিভ
বাকীরা ডুব মারে ব্যক্তিগত জীবনের গুরুত্বে


এদিকে শুয়ে আছে বেশকিছু প্রাচীনকঙ্কাল
একেকটা কেটে ফেলা নখের সাইজে লুপ্তপ্রায় প্রজাতিভুক্ত 


মিউজিয়ামে তুলে রাখার নির্বুদ্ধিতাটুকু
আমার আছে 


কেউ অন্তত এসে একবার দেখে যাক
আমার দশটি আঙুলের নির্বিবাদ

No comments:

Post a Comment