কোনো এক ভরা মনসুনে
ও আর আমি ।
একসাথে চান করেছিলাম ।
আমার চান ও দেখেছে ।
আমি দেখেছি ওর চান ।
আমি মুগ্ধতাচ্ছন্ন ।
ও আত্মসিক্তাচ্ছন্ন ।
আমরা তবু সেপারেটেড,
আজন্ম ।
চারতলার একটামাত্র
খোলামেলা জানালা
আমাদের মাঝে উঠে এসে পড়ে আছে ।
ওর ভালো নাম কলিকাতা ।
ডাকনাম কোলি ।
শত অভিযোগ বিকশিত হোক
আমাদের এই বিরল শান্ত চানসম্পর্কে ;
ওর নাম কোথাও কখনোই ভুলেও
রেজিস্টার করবে না
আমার লিখিত আপ্রুভ্যাল ছাড়া ।
জাস্ট জেনে রাখো
সেদিনের মনসুন ছিলো
কোলির লাইফে একটি সেরা হনিমুন ।
No comments:
Post a Comment