27 May 2016

নিঃসঙ্গতার সবচেয়ে বড়ো গুণ


সানসেট আমার তেমন প্রিয় নয় । শুধু অপেক্ষায় থাকি তার অস্ত দেখার। 

রোজ দেখতেও পাই না । অফিসকারাগারে বন্দী থাকলে সে সুযোগ পাই আর কোথায় ! তবু সারা মন যেন অপেক্ষায় মরতে চায় ।

অন্ধকার নামতে না নামতে রাস্তায় বাড়িতে গলিতে আলো জ্বলে ওঠে । জ্বলে ওঠে সিগারেট । জ্বলে ওঠে মাদকাসক্তি । জ্বলে ওঠে শহরের হাসি । 

সাথে হাইড এন্ সিক্ খেলে ছায়া । এ ছায়া তোমার আমার সবার । তোমার ছায়ার যমজবোন তো আমার ছায়া । টুইন-টুইন ছায়ার সাথে ফ্ল্যাশিং আলোর কম্বিনেশন আমার খুব প্রিয় । 

শহরের আলোতে কাউকে না কাউকে লাগে সুনয়নী সুবক্ষী সুনিতম্বী সর্বোপরি সুহাসিনী । এতোকিছু লাগে বলে আলো উপহার দেয় ছায়া । এই ছায়ার হাত ধরি কেমন করে ?

রোজ কেবল স্থির তৈলচিত্রের মত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে অন্ধকারে । এখানেই আলোছায়া আমার সাথে নিঃসঙ্গতা করে ।

মিটিং রুমে সেদিন লিওনার্দো, ভন গগ্, পিকাসো, দালি সবাইকে থামিয়ে কে একজন যেন জোরগলায় বলেছিলো, নিঃসঙ্গতার সবচেয়ে বড়ো গুণ হলো বিশ্বাসঘাতকতার সাথে মোকাবিলা করতে করতে জিতে যাওয়া ।

No comments:

Post a Comment