এক অতি বৃদ্ধ হেঁটে চলছে
বয়সের ভার তার দু'পায়ে
পাশ বরাবর সারি সারি গাছ
সবকটাই কুঞ্চিত প্রাচীন
গাছগুলোকে ছাড়িয়ে সে হেঁটে চলছে একভাবে
চলছে সে
যেন বাকি বয়স মেপে মেপে
এই বৃদ্ধ জানে না
তার বয়স কখনো ছাড়িয়ে যেতে পারবে না
গাছের বয়সকে
হয়তো বা সে ভুগছে ভার্টিক্যাল কমপ্লেক্সিটিতে
চলছে সে
যেন বাকি বয়স মেপে মেপে
এই বৃদ্ধ জানে না
তার বয়স কখনো ছাড়িয়ে যেতে পারবে না
গাছের বয়সকে
হয়তো বা সে ভুগছে ভার্টিক্যাল কমপ্লেক্সিটিতে
No comments:
Post a Comment