প্রতিটা গালির ভিতরে ঘাপটি মেরে বসে থাকে একটা ইউনিভার্সাল ট্রুথ । ভালোমন্দ স্বাদ পেতে গিয়ে যেমন টেস্টবাড গুলো জিভজুড়ে চাতকপাখির মত মুখ হাঁ করে থাকে, তেমনি শেক্সপীয়ারিয়ান ক্ল্যাসিক গালভাণ্ডার থেকে শুরু করে নবারুণীয় অাধুনিক ফ্যাঁতাড়ুসত্তা যেকোনো সময়ে প্রস্তুত থাকে টকঝালমিষ্টি গালিগালাজ যখন তখন ফ্যায়ার করার জন্য ।
আজ থেকে প্রায় চারশো বছর আগে 'দ্য ব্যার্ড অফ্ অ্যাভন' এমন এক অসামান্য স্টোরেজ বানিয়ে গেছেন তাঁর বিখ্যাত নাটকগুলোর নানা চরিত্রের সংলাপের পর সংলাপে । এই স্টোরেজের বিপুলতা সামলাতে একজন সাধারণ মানুষের স্মৃতিশক্তি যথেষ্ট নয়, হয়তো সম্ভব হতে পারে সদ্যআবিষ্কৃত ডি.এন.এ. এর প্রতি গ্রামে এক মিলিয়ন টেটাবাইট ডিজিট্যাল তথ্য ধরে রাখার ক্ষমতাকে কাজে লাগিয়ে । ধরা যাক, 'আ মিডসামার নাইটস্ ড্রিম' থেকে পাওয়া একটা খুব মিষ্টি স্বাদের গালি - "ক্যাঙ্কার ব্লসম্" (Canker Blossom) অথবা 'হেনরি ফোর - পার্ট ওয়ান' থেকে নিঃসৃত টক স্বাদের গালি - "ফলস্ ক্যাটারপিলার" (False Caterpillar), কিম্বা একটা বেশ বড়ো সাইজের অপমানজনক শব্দবিন্যাস - "ম্যাড মস্টাচিও পার্পল হিউড্ মল্ট-ওর্মস্" (Mad Moustachio Purple hued Malt-Worms) । কি ভয়ঙ্কর রকমের ক্ল্যাসিক সব ! কি পাওয়ারফুল শৈল্পিক কামান একেকটা ! আরো আছে এই 'ইনসাল্ট কিট'-এ যা গত চার শতক ধরে সমানে জনপ্রিয়তার তুঙ্গে । এমনকি একটা চার্ট রেডি আছে যার তিনটি আলাদা লম্বা লম্বা লিস্ট । এই প্রতিটা লিস্ট থেকে যেকোনো একটা শব্দ তুলে পাশাপাশি জুড়ে দিলে হয়ে যাবে শেক্সপীয়ারিয়ান গালিবোমা ।
কে বয়ে বেড়াবে এই পাহাড়সমান গালিবোঝা ? কে দাঁতে কামড়ে পিন ছিঁড়ে অন্তত
সাত সেকেণ্ড অপেক্ষা করবে গালিবোমা ছোঁড়ার আগে ? কারা বা শিল্পসংস্কৃতির
বাপ-মার নামধাম জপবে ? বাঙালীরা তো নয় যদি না আগ্রহ থাকে । ওই পাটি ব-এ
উগড়ে দিতে পারলেই খুশি । খুব বেশি হলে উদ্দিষ্ট ব্যক্তির বাপ-মা তুলে মনের
সব বিষ এজ্যাকুলেট করে দেয়, তবে ক্ষান্ত দেয় । কিন্তু কোনোটাই ক্ল্যাসিক নয়
। নেই সংস্কৃতির ছোঁয়া, নেই সাহিত্যসম্পদের বাঁচোয়া । নবারুণবাবু দেখিয়ে
গেছেন এইসব গালিগালাজের ব্যাপার অত শিল্পযত্নের দরকার নেই । আমাদের অনেকের
সেটা নিয়ে আপত্তি থাকে না ।
তবু একেক সময় মনে হয় এসব সস্তা মেটাফরিক্যাল পরিবেশ ছেড়ে কোথাও চলে যাই । চলে যাই দূরে কোনো এক নির্জন জায়গায় । আমার সাথে যাবেন উইলিয়াম শেক্সপীয়ার । দরকার হলে একজন ইন্টারপ্রেটার রিক্রুট করবো । প্রতি উইকএন্ডে একথলি সাম্মানিক ঝকঝকে গালিমুদ্রা তার হাতে তুলে দেবো । কেননা সবার মত ইন্টারপ্রেটারেরও খুব দরকার কাছের বা দূরের কাউকে না কাউকে চরম মৌখিক শাস্তি দেওয়া । কিন্তু তা হবে মিড-ভিক্টোরিয়ান অার্কিটেকচারের কাছাকাছি পর্যায়ের ।
তবু একেক সময় মনে হয় এসব সস্তা মেটাফরিক্যাল পরিবেশ ছেড়ে কোথাও চলে যাই । চলে যাই দূরে কোনো এক নির্জন জায়গায় । আমার সাথে যাবেন উইলিয়াম শেক্সপীয়ার । দরকার হলে একজন ইন্টারপ্রেটার রিক্রুট করবো । প্রতি উইকএন্ডে একথলি সাম্মানিক ঝকঝকে গালিমুদ্রা তার হাতে তুলে দেবো । কেননা সবার মত ইন্টারপ্রেটারেরও খুব দরকার কাছের বা দূরের কাউকে না কাউকে চরম মৌখিক শাস্তি দেওয়া । কিন্তু তা হবে মিড-ভিক্টোরিয়ান অার্কিটেকচারের কাছাকাছি পর্যায়ের ।
No comments:
Post a Comment