ঝাঁকুনিটা কার বেশী পড়েছিলো
শীতের না গাড়ির ?
ধুর্ ধুর্ ! মদের খালি ঝাঁকুনি
ছলকে ছলকে পড়ে যায় হাতে
জামায় প্যান্টে গাড়ির সিটে
শেষে ফ্লোর ম্যাটে
মদের ঝাঁকুনিতে মাথা নাড়াই হতাশায়
মদের ঝাঁকুনিতে প্রবীরদাকে চেয়ে দেখি
মদের ঝাঁকুনিতে রাস্তা ছোটে ফুলস্পিডে
মদের ঝাঁকুনিতে আবার
ছলকে ছলকে পড়ে যায় হাতে
জামায় প্যান্টে গাড়ির সিটে
শেষে ফ্লোর ম্যাটে
এতো ঝাঁকুনিতেও
বেরোয় না কলমের কালি
পেটে পড়ে না ঝাঁঝের ঝরনার ঝননরণন
দাঁতের কামড় বসাই দু-তিন পকোড়ায়
তাও অতিমাত্রা হতাশায়
ছলকে ছলকে পড়ে যায় হাতে
জামায় প্যান্টে গাড়ির সিটে
শেষে ফ্লোর ম্যাটে
রয়্যালিটি হলো না
চ্যালেঞ্জিং হলো না
হাতের গ্লাস শুধু শুধু
ওঠে ইঞ্চির ধাপে ধাপে
ফের নামে সেন্টিমিটারের ধাপে ধাপে
ফ্লোর ম্যাটের একফুট আগে অবধি
ছলকে ছলকে পড়ে যায় বিষাদে
আমার মদের আমোদে
মদের ঝাঁকুনিতে প্রবীরদাকে চেয়ে দেখি
মদের ঝাঁকুনিতে রাস্তা ছোটে ফুলস্পিডে
মদের ঝাঁকুনিতে আবার
ছলকে ছলকে পড়ে যায় হাতে
জামায় প্যান্টে গাড়ির সিটে
শেষে ফ্লোর ম্যাটে
এতো ঝাঁকুনিতেও
বেরোয় না কলমের কালি
পেটে পড়ে না ঝাঁঝের ঝরনার ঝননরণন
দাঁতের কামড় বসাই দু-তিন পকোড়ায়
তাও অতিমাত্রা হতাশায়
ছলকে ছলকে পড়ে যায় হাতে
জামায় প্যান্টে গাড়ির সিটে
শেষে ফ্লোর ম্যাটে
রয়্যালিটি হলো না
চ্যালেঞ্জিং হলো না
হাতের গ্লাস শুধু শুধু
ওঠে ইঞ্চির ধাপে ধাপে
ফের নামে সেন্টিমিটারের ধাপে ধাপে
ফ্লোর ম্যাটের একফুট আগে অবধি
ছলকে ছলকে পড়ে যায় বিষাদে
আমার মদের আমোদে