22 Jun 2015

ক্লিনসেভড্ হবার সুখ


কাঁচাপাকা ছাগদাড়ির আবডালে যে একটা নিষ্পাপ কচি চিবুক আছে সেটা ভুলে গেছিলাম । আজ খেয়াল করলাম চিবুকের গড়ন বেশ রাজপুত্তুর-রাজপুত্তুর । মাঝের হালকা খাঁজে রূপকথারা চুপটি করে বসে আছে । ক্লিনসেভড্ হবার সুখ মোটে-ই নিছক নয় ।

No comments:

Post a Comment