18 May 2015

তেমনি বদবৃষ্টির দরকার


খামখেয়ালকে পাশবালিশের মত করে প্রশ্রয় দিই হাতদুটি পেছনে রেখে পায়চারী করতে করতে । ঘাম ঝরে পড়ুক পাখা থেকে মেঝেতে । এর সাথে আরেকটু নির্লজ্জ বৃষ্টি একান্ত কাম্য যখন এই চরমদশায় লজ্জার কোনো বালাই নেই । ঘামের যেমন কোনো সৎ উদ্দেশ্য থাকে না, তেমনি বদবৃষ্টির দরকার যে অন্তর্বাসকেও অন্তরে অন্তরে বাসে

No comments:

Post a Comment