জন্ম আর মৃত্যু ছাড়াও মানুষের আরেকটা 'নিয়তি' আছে । সেটা হলো সৃষ্টি । সে সৃষ্টি সুকাজের হোক, অকাজের হোক, কুকাজের হোক, সৃষ্টি-ই সৃষ্টি । জন্মে আমরা আনন্দোৎসব পালন করি । মৃত্যুতে আমরা শোকাহত হয়ে চুপচাপ থাকি বা থাকার ভান করি । সৃষ্টিতে আমরা কিছু করি না ? আনন্দ, দুঃখ, রাগ, অনুরাগ, ঘৃণা, সন্দেহ, মাথায় হাত বুলিয়ে নেড়ে দেওয়া থেকে শুরু করে পায়ে ইলেকট্রনিক করাত চালানো অবধি কতকিছু করে থাকি । সবটাই সৃষ্টিনির্ভর বলে সৃষ্টিসুখের পাশাপাশি কেউ যদি 'সৃষ্টিদুঃখ' ওয়েবম্যাগের সম্পাদনা করে, তাকে আটকানোর দায় কেউ নেবে না নিশ্চয়ই । আদরের নৌকার পেছনে যদি 'অনাদরের স্টিমার' ভাসতে দেখা যায়, কেউ ভ্রু কোঁচকাবেও না ।
সৃষ্টির নামে মানুষের জীবনব্যাপী নিয়তিকে কেন্দ্র করে আমরা যা যা প্রকাশ্যাড়ালে করি, সেগুলোকে বর্ণনা করা গেলেও বর্ণনাতীত হয়ে থাকে । কারণ সৃষ্টি মানুষকে আলাদা করে চেনায়, স্বাতন্ত্র্য দেয়, স্বীকৃতির শিরোপালড়াইয়ে নামায় যেখানে জন্ম বা মৃত্যু কোনোটাই এতো বড় ভূমিকা নিতে পারে না মানুষের জন্য । পেট থেকে পড়ে গেলেই সে বড় হয়ে যে অমুকত্ব লাভ করবে তা বোঝা দায় । প্রাণ ভুস্ করে চলে গেলেই নামী না অনামী দেখে আমরা নিজেরা অনেকসময় ঠিক করেও উঠতে পারি না কি করা উচিত ।
একমাত্র মানুষের সৃষ্টি আমাদের মানসিকতাকে বিভিন্নস্তরে মাল্টিটাস্কিং করে তুলতে পারে তাই একটা আকস্মিক মৃত্যুর ( যেমন 'কাছের মানুষ', 'অন্য বসন্ত'-এর লেখিকার মৃত্যু ) চেয়ে একটা বা ততোধিক সৃষ্টিরহস্য আসলে অনেক অনেক বেশি রহস্যজনক ।
Ekdom ekdom
ReplyDelete