8 Dec 2015

সাদা খরগোশের বিষণ্ণতা


তোমাকে ক্যাডবেরি দেবো
পরিবর্তে একটু দিতে পারবে
ওই সাদা খরগোশের বিষণ্ণতা ?
পিওর কটন
একজামা দুঃখের সাথে হালকা ফর্মালিটির মাখামাখি


রাস্তায় নেমে পড়েছি, তুমিও এসো
অন্ধকার অন্ধকার খেলবো
দুজনে মিলে
কুসংস্কারের ককটেল খাবো না আর
নারীবিদ্ধেষী মকটেল ছোঁবো না আমরা দুজন
দুজনে মিলে খেলবো 

অনলি ডার্ক অ্যান্ড ডার্কার

মনে পড়ে । গতদুপুরে যে হাসিটা দিলে
ভালোই ছিলো সেটা
কেন মুছে দিলে ?
নতুন পেনসিল কেনার পয়সা আছে বলে
নাকি চলতি সপ্তাহের অনিশ্চয়তায় 


ক্যাডবেরি শেষ
ঠোঁটে লেগে আছে কিছু নিঃস্বতার দুধ
আমার আঙুল চলবে না তবুও
এই অন্ধকারে
খরগোশটি বরং একটু আমার সাথে থাকুক না
শেষ কয়েকটি প্রহরে

No comments:

Post a Comment