যাবতীয় কয়েনের দু'পিঠ থাকে । তবুও আমরা টস্ করি - মাথা নাড়া বন্ধ করবে না ল্যাজ নাড়া বন্ধ করবে - এই অপেক্ষায় ।
সুমনকে সেই কয়েনের কু-পিঠের সাথে ঠেকিয়ে টস্ করে ফেলে দিলো তসলিমা । কয়েনটা মাটিতে ঠকাস করে পড়ে গড়াতে থাকে, গড়াতে থাকে, গড়াতে থাকে ।
তার কোনো পিঠ নেই যার মন একটা ঠিকানাহীন ।
No comments:
Post a Comment