প্রাত্যাহিক রুটিনে এমন কিছু কিছু জিনিস ঘটিয়া থাকে যাহা 'মেঘ না চাইতে জল'-এর ন্যায় মোটেই গ্রহণযোগ্য নহে ।
যেমন, কার্যালয় সংশ্লিষ্ট অত্যাধুনিক শৌচাগারে শান্তশিষ্ট দীর্ঘমেয়াদী মূত্র ত্যাগকালীন অটোফ্লাশার অকস্মাৎ তাহার ক্রিয়াসম্পাদন শুরু করিল ফোয়ারার বেগে, এমতাবস্থায় কতখানি অস্বস্তিতে পড়িয়া থাকিতে হয় ইহা বর্ণনাতীত ।
No comments:
Post a Comment