20 Nov 2014

একা একা ঘুরছে ঘুমারী


এতো এতো আলো খেলছে একসাথে
চোখের পাতায় দোলনা পেয়ে চেপে বসে
দোলে আর দোলায় ।

মণিদুটো শান্তস্বভাব প্রকৃতির,
একটু দূরে গিয়ে অন্ধকারের বেঞ্চিতে বসতে চাইছে ।

পার্কে একা একা ঘুরছে ঘুমারী ।
মণিদুটো ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু 
সময় হয়নি এখনো ।

No comments:

Post a Comment