27 Nov 2014

পাঠকপূজা


আজকাল বিখ্যাত পাঠক হওয়ার স্বপ্ন দেখি ।

শুধু পাঠক হয়ে বড় নাম করতে চাই । ইতিহাসে আমার নাম জ্বলবে পাঠক হিসেবে । তাবড় তাবড় কবি লেখক সবাই ঘাড় উঁচু করে আমার নাম স্মরণ করে পাঠকপূজা করবে এমন স্বপ্ন আজও দেখি ।

1 comment: