5 Nov 2014

খলনায়কের সিঁড়ি


বেশিরভাগ খলনায়ক নায়কের চেয়ে বেশী আকর্ষণীয় হয় । গল্পের মায়াজালে হোক, বাস্তবের কাঁটাতারে হোক । এর ব্যতিক্রম আমি । কাঁটাতারে জড়িয়ে শুধু খাই-দাই-ঘুমাই-চুমাই-ফের ঝিমাই ।

ফাঁক পেলে কাঁটাতার বাঁ হাতে চেপে ধরে মায়াজালের দিকে ডান হাত বাড়াই, "কবে যে আমাকে নেবে ?" রক্ত নীরবে হামাগুড়ি দেয় গল্পমুখী সিঁড়ি বেয়ে । ওখান থেকে যদি অভ্যর্থনার কোনো এসএমএস পাই । এই আশায় আরো শক্ত করে চেপে ধরি কাঁটাতার ।

ভুল বুঝতে পেরে হাত গুটিয়ে নিই, কারণ এই সিঁড়ি শুধু নায়কদের জন্যে বাঁধা রেড কার্পেট । বাধ্য হয়ে খুঁজি অন্য সিঁড়ি । খলনায়কের সিঁড়ি ।

No comments:

Post a Comment