17 Nov 2014

যেতে পারবো বলেই 'কিন্তু কেন যাবো' বলাটা সাজে না


কবি হতে পারি, কিন্তু কেন হবো ?
সন্ন্যাসী হতে পারি, কিন্তু কেন হবো ?
বোকা হতে পারি, কিন্তু কেন হবো ?
বুদ্ধিজীবী হতে পারি, কিন্তু কেন হবো ?
সৎ হতে পারি, কিন্তু কেন হবো ?
বদ হতে পারি, কিন্তু কেন হবো ?
নাস্তিক হতে পারি, কিন্তু কেন হবো ?
মুসলিম হতে পারি, কিন্তু কেন হবো ?
খুনী হতে পারি, কিন্তু কেন হবো ?
হিরো হতে পারি, কিন্তু কেন হবো ?
বড়লোক হতে পারি, কিন্তু কেন হবো ?
ভিখারি হতে পারি, কিন্তু কেন হবো ?
গম্ভীর হতে পারি, কিন্তু কেন হবো ?
ছেলেমানুষ হতে পারি, কিন্তু কেন হবো ?
শামুক হতে পারি, কিন্তু কেন হবো ?
কামুক হতে পারি, কিন্তু কেন হবো ? 


এককথায়
অমুক-তমুক হতে পারি, কিন্তু কেন হবো ?


তবে জন্ম যেহেতু একবারে হয়েছে, সেহেতু শেষপর্যন্ত ঠিকঠাক পরলোকে যেতে পারবো বলেই 'কিন্তু কেন যাবো' বলাটা সাজে না এই শক্তিহীন অধমের ।

No comments:

Post a Comment