27 Nov 2014

কত-কি-শালা


'শালা' শব্দটির দুটি ব্যবহারিক দিক আছে - একটা হল আভিধানিক অর্থানুসারে যেকোনো একটা বিল্ডিং বা হাউসিং-কে বোঝাই । যেমন - আয়ুধশালা, ওষধিশালা, কুম্ভশালা, গোশালা, অশ্বশালা, দোহশালা, পক্ষিশালা, বন্দিশালা, রন্ধনশালা, কামারশালা আর কত-কি-শালা ।

দুর্গন্ধময় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে আপামর জনসাধারণ তথা অতিথিসেবার জন্যেও বর্তমান অতিথিশালা । শিক্ষার আলো পৌছে দেওয়ার জন্যে রয়েছে গ্রামীণ পাঠশালা । বিনোদনধর্মী আনুষ্ঠানিক শিল্পসংস্কৃতির নামে রয়েছে রঙ্গশালা । সাধারণ মানুষের জ্ঞান-বিজ্ঞানের সমৃদ্ধির উদ্দেশে সদাখোলা ঐতিহাসিক প্রদর্শ-শালা । 

অন্যদিকে বিশেষ গালি হিসেবে আলোচ্য শব্দটির বিলকুল মৌখিক ব্যবহার । শুধু একজনকে হাজার হাজার জনসমক্ষে বলতে কোনোদিন শোনে নি এরাজ্য । সেই নিয়ে বিতর্কের শেষ নেই সেটা বলা বাহুল্য, কিন্তু প্রশ্নটি হচ্ছে - এই প্রশাসক নিজের মান বাঁচাতে যেহেতু রাজ্যের যত্তসব ভোল পাল্টাতে পিছপা নয়, সেহেতু এবারেও উইথড্র না করে আভিধানিক "যুক্তি" দিতে পারে নি কেন ?
"ওই শালাটার উপসর্গ (Prefix) কি যেন ছিল, কিছুতে মনে পড়ছে না !"

No comments:

Post a Comment