2 Mar 2014

Elemelo #64

একফোঁটা চোখের জল
মাটিতে পড়লে যা শব্দ হয়

তার ভয়াবহতা অনেকদূর
দূরতম হাসপাতালকেও ছাড়িয়ে

ব্রেক মারে ইন্টারকোর্স
নিভে যায় রান্নার গ্যাস
থেমে যায় গাড়ি চলা

খবর পেয়ে
প্লুটো খোঁজে পৃথিবীর কাছে আসার
সহজতম এবং শর্টকাট রাস্তা

কিন্তু একটা নিথর শরীর
মাটিতে পড়লে যা শব্দ হয়
সেই শব্দের তুচ্ছতায় পিছিয়ে যায়
প্লুটোর ছুটি

No comments:

Post a Comment