6 Mar 2014

ডুবুরী


সারা ফ্ল্যাট জুড়ে সাঁতরে বেড়াচ্ছিলাম । মুখে টেনশনের মাস্ক । নল থেকে বেরুচ্ছিল উত্তেজনার বুদবুদ । ডুবুরীর মত ।

অবশেষে পাওয়া গেলো তার সন্ধান । উত্তরপূর্বে যে দশ বাই বারো ঘর আছে, তার উত্তরপূর্বের কোণে ঠাসা আছে একটা ছয় বাই সাত খাট যার মাথা থেকে পা অবধি নীল সমুদ্রের ছবিময় বেডকভার । তার মাঝে শুয়ে আছি । একটা ভাঙাচোরা জাহাজ । প্রাণহীন ।

নিজেকে খুঁজে পেয়ে ফ্ল্যাটের বাইরে মাথা বের করে মাস্ক খুলে প্রাণ ভরে শ্বাস নিলাম ।

No comments:

Post a Comment