24 Mar 2014

হারামজাদামি


ছটা বাজতে না বাজতে-ই জানালা ফুঁ দিলো । দলাপাকানো কাগজের মত গড়াগড়ি খেলাম এই মেঝে থেকে ওই মেঝে ।

কোন যে প্রেমিকা কালবৈশাখীর চেয়েও এমন হারামজাদামি করতে পারে তা সত্যি আমার জানা নেই । শুধু জানি 'হারা' কাকে বলে । একটু ফেক-টু 'মজা'ও বুঝি । আর বাকি রইলো 'দামি' প্রেম যা একঘন্টার কেবল ফুঁ ।

হারামজাদামির দাপটে পাক খাওয়া মনকে একটা প্রশ্ন করি - " হাফচামচের সন্ধ্যাবেলায় ডোজ একটু বেশি পড়ে গেলো নাকি? "

সেই ফুঁ বুঝি একটু থামলো । নিরুত্তর জানালা বন্ধ করে দিই । কিছুক্ষণের জন্যে ।

No comments:

Post a Comment