6 Mar 2014

Elomelo #65


হাওড়া স্টেশনের মুখে 

মায়ের ফুটপাথ,
বিছানো 
মাটির খবরের কাগজ,
চাপানো

মানুষের হাগু;

ব্যস্ত পা পড়ে কলকাতার বুকে
কলকাতার ঠ্যাং 
হয়ে যায় বুমেরাং

ভাঙ্গা হাঁটু থেকে ঘরে পায়চারী করে 
দুশ্চিন্তা , তার কাঁধে হাত রেখে খুঁড়িয়ে চলে 
চিন্তা 

অচেনা , বড্ড অচেনা , চেনার আকাশে 
চিন্ চিন্ করে ওঠে 
অচেনা তারা 

No comments:

Post a Comment