মাঝে মাঝে ধুত্ , কখনো কখনো ধুস্ , ঘুরে ফিরে ধুর্ !
মানবিক এই 'ধু' কি মনের বিছানায় পাতা নিছক শূন্যপ্রকাশ্য ধু-ধু তসর? যার মুণ্ডুপাত করলে ধুত্, পেট কেটে নিলে ধুস্ আর পায়ে কুড়ুল মারলে ধুর্ নামে ধু-সূচক শব্দের ধুম্ পড়ে ? এই ধু-পতন হালকা চালে হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন সাধারণ মানুষের মনের একচুল নাড়িয়ে দিতে ওস্তাদ । একেকটা লোডেড্ টার্ম এইসব ধু-ধর্মী থুতু ।
কিন্তু কেন এমন থুতু ফেলতে হয় ? সে মনে মনে হোক বা প্রকাশ্যে হোক, কিন্তু কেন? কেন বিরক্তিভাব দেখাতে এমন সহজতম রাস্তা বেছে নিতে হয় ? কেন এই রাস্তায় মানুষকে রীতিমত হাঁটতে হয় সামান্যতম বিনয়ী হতে গিয়ে? কিম্বা নিজের হাতে তৈরী কাণ্ড কার খানায় গিয়ে পড়বে সেই ভয়ে জিভের ডগায় কেঁপে কেঁপে ঝুলতে থাকে এই ধু-ব্যাঞ্জক লালাবিন্দু , কেন ?
যাইহোক অতশত কারণ আমার জানা নেই । শুধু 'তোর শালা বাল' ব্র্যান্ডের বাংলা মদ খেতে ইচ্ছা করে আজকাল । আর সবাইকে ভাগ করে খাওয়াতে চাই ।
মদের এই আয়োজনে মাঝে মাঝে ধুত্তোর , কখনো কখনো ধুস্শালা , ঘুরে ফিরে ধুর্বাল বেরিয়ে আসে মুখ ফস্কে ।
মানবিক এই 'ধু' কি মনের বিছানায় পাতা নিছক শূন্যপ্রকাশ্য ধু-ধু তসর? যার মুণ্ডুপাত করলে ধুত্, পেট কেটে নিলে ধুস্ আর পায়ে কুড়ুল মারলে ধুর্ নামে ধু-সূচক শব্দের ধুম্ পড়ে ? এই ধু-পতন হালকা চালে হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন সাধারণ মানুষের মনের একচুল নাড়িয়ে দিতে ওস্তাদ । একেকটা লোডেড্ টার্ম এইসব ধু-ধর্মী থুতু ।
কিন্তু কেন এমন থুতু ফেলতে হয় ? সে মনে মনে হোক বা প্রকাশ্যে হোক, কিন্তু কেন? কেন বিরক্তিভাব দেখাতে এমন সহজতম রাস্তা বেছে নিতে হয় ? কেন এই রাস্তায় মানুষকে রীতিমত হাঁটতে হয় সামান্যতম বিনয়ী হতে গিয়ে? কিম্বা নিজের হাতে তৈরী কাণ্ড কার খানায় গিয়ে পড়বে সেই ভয়ে জিভের ডগায় কেঁপে কেঁপে ঝুলতে থাকে এই ধু-ব্যাঞ্জক লালাবিন্দু , কেন ?
যাইহোক অতশত কারণ আমার জানা নেই । শুধু 'তোর শালা বাল' ব্র্যান্ডের বাংলা মদ খেতে ইচ্ছা করে আজকাল । আর সবাইকে ভাগ করে খাওয়াতে চাই ।
মদের এই আয়োজনে মাঝে মাঝে ধুত্তোর , কখনো কখনো ধুস্শালা , ঘুরে ফিরে ধুর্বাল বেরিয়ে আসে মুখ ফস্কে ।
No comments:
Post a Comment