24 Mar 2014

Elomelo #67


এক্ষণে নিভলো ওই বাড়ির ছাদের চিলেকোঠার আলো । অন্ধকারের রাস্তা ধরে ছুটছে দুটি চাকা । পাঁই পাঁই করে ।

চাঁদপিৎজার একটুকরো মুখে পুরে নিয়েছে অন্ধকারের বৌ । খুব খিদে পেয়েছিলো তার ।

আবার জ্বলে উঠলো সেই চিলেকোঠার আলো । বোধ হয় ঘুমের ওষুধ পাইপ বেয়ে নিচে নেমে ফুটপাথে বিশ্রাম করছে ।

অনিদ্রার মজা আলাদা-ই । ছুটির মেজাজে কেটে যায় বাকি সারারাত ।

অফিসের বসের চোখ লাল । অন্ধকারের বৌয়ের চোখ লাল । আমার চোখদুটি ও নিশ্চয় লাল । ওই চিলেকোঠার আলো লাল ছিলো নাকি কালরাতে?

নীল কালি ছিলো না কিন্তু । সারাটা দিন ।

No comments:

Post a Comment