24 Mar 2014

একলামি


একলামি করলে একলা আর লাগে না । খাটটি এমনিতে একলামি করার জন্যে-ই তো আছে । আবার আলমারি খোলা থেকে ফ্রিজ বন্ধ করা সবই একলামির নামান্তর ।

সম্পূর্ণতার মধ্যে কিছু অসম পূর্ণতার বিকাশ পায় । কিন্তু একলামির মধ্যে অনেকখানি অপূর্ণ সমতা থাকে যা মানসিকতার কমপ্লিট ব্যালান্সশিটের মত কাজ করে ।

তাই মাঝে মাঝে একলা না ভেবে একলামি করে যাওয়া অনেক বেশী স্বাস্থ্যকর ।

No comments:

Post a Comment