সময়ের বিশ্রাম দরকার । একটু হলে-ও দরকার । ঘড়ির কাঁটা তিনটে একসাথে মোটা সুতো দিয়ে বেঁধে রাখা হোক । জীবনের সব জামাকাপড় এমনকি অন্তর্বাসসহ লুকিয়ে রাখা হোক । কিয়ৎকালের নগ্নতা-ই তার চলার পথ অবরোধ করবে । নিশ্চিত বাধা ।
ঘরের কোণে রাখা ডাস্টবিন এখন সময়ের বিশ্রামঘর । সাময়িক । জীবনের সমস্ত জঞ্জাল , অপ্রয়োজনীয় জিনিসপত্তর , উপেক্ষিত মালগুলো বের করে সাফ করতে হবে । দু'তিন ফোঁটা vim দিয়ে ঘষে মেজে সময়োপযোগী করে তুলতে হবে ডাস্টবিনটাকে । সাথে একটু
বের করে রাখা অব্যবহৃতগুলি একসাথে সাজিয়ে গুছিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হবে । হেডিং-এ থাকবে ফেলা আসা সময়ের কোড , প্রতিটা কোডের আন্ডারে রাখা হবে সেই সব ডাস্টের নিজস্ব আইডেন্টিটি নাম্বার । সারিবদ্ধ ভাবে সাজিয়ে । দেখতে নিশ্চয়-ই বিদঘুটে লাগবে । কিন্তু কিছু করার নেই ।
ডাস্টবিনের মুখে বিছানা বেঁধে হাত-পা ছড়িয়ে বিশ্রাম করবে সময় । আধশোয়া অবস্থায় । বিছানার তলা থেকে টপ টপ করে ক্লান্তির ফোঁটা পড়বে । যতক্ষণ বা যতদিন না পড়া থামে ।
তার চোখ থাকবে ওদিকে ম্যাট্রিক্সটার দিকে । অবাক হয়ে দেখবে । ভাববে কেন এতকিছু নষ্ট হয়ে গেলো বা করতে হলো ?
সময় কি এতদিন ধরে নষ্ট হওয়ার জন্যে দৌড়য় ? শুধু শুধু ?
No comments:
Post a Comment