17 Feb 2014

ঠিকানা


চোখের ঠিকানা
ততক্ষণে পাল্টে গেছে
ভুল আস্তে আস্তে ফুটছে
একটা নয় অসংখ্য

এখন
চোখের সামনে কাউকে
ফুল বললে
সে খুঁজবে বাগান
চোখের ভিতরে

আসলে
বোকাদের ভুল পাওয়া যায় না
থাকলেও খুব বিরল
খুবই

চোখ শুধু পাল্টে যাবে

No comments:

Post a Comment