24 Feb 2014

Elomelo #59


দুইয়ের পিঠে এক চাপিয়ে নিজের সাথে র-ফলায় বেঁধে ফেবু আড়ি পাতছে সকলের সাথে ।

.


পিতৃকুলে কেউ নেই তার যার ভাষা মায়ের আঁচলে চোখ মোছে


.


আমরা বাঙালী বাস করি 'এই দ্ব্যর্থবরদ বঙ্গে '


.


বাপ কা মাধ্যম বাংলা, বেটা কা মাধ্যম ইংরেজি । বাপকা বেটা বাংরেজি ।
অ্যাই, লুক অ্যাট দ্যাট বেজি


.


মা কালীর জিভ দেখে বাঙালীরা কপালে প্রণাম ঠোকে । শব্দবাজির কোনো মাতৃভাষা নেই । 


.


হ্যালো, মাই নেম ইজ আশুতোষ মুখুজ্যে । প্লীজ গেট মি আ রয়াল বাংলার বাঘ ।


.


আজ সকাল ১১টায় বিপিএস (বং পাবলিক স্কুল)-এ ভাষাদিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হবে । সকলের উপস্থিতি একান্ত কাম্য ।

No comments:

Post a Comment