26 Mar 2015

কালারোলজি


হলুদ আর নীল মেশালে সবুজ হয় । কিন্তু বর্তমানে কোনো সবুজ সংকেত নেই । এমনকি সশরীরী দেখাসাক্ষাৎ ও নেই সবুজে টিমটিম করতে থাকা স্বয়ং আল্লাহপাকের । 

উল্টোদিকে কারো উদ্দেশে বাচ্চাদের মত কিম্বা অশিক্ষিতদের মত চুকচুক না করে আপনমনে তীব্র কুচকুচ করছে কালো । জানো তো লাল, নীল আর সবুজ মিলে কালো হয় না, বরং সাদা হয় যার কোনো সিন্ নেই আগামী কয়েকশো বছরেও । তবে কিসে কালো হয় ? কোনদিক থেকে ? কোন শর্তে ? এর নিজস্বতা তাহলে একমাত্র কালোতে যার উপরে খেলার আলো না পড়লে ক-এ কট্টরপন্থী হয়ে উঠতো ? 

তা কি বলছিলাম যেন ?! বিবেচ্য হলুদ আর নীলের সংঘাতজনিত যে রংবাজি ফুটবে তার সম্পর্কে নিউমোরোলজি, ট্যারট কার্ড বা দুনিয়ার যেকোনো ভরসাযোগ্য আস্ট্রোলজিস্টের বাণী এখনকার তৃণমূলের চেয়েও বিরাট মাপের সাবুজিক মিথ্যাপ্রচারক হলেই অবাক হবো না । ওইসব ছেড়ে মাঠের রং যে সবুজ সেই সরলসত্যটুকু কেউ স্মরণ করুক । কালো হয়তো পিপীলিকার মত হয়ে হাঁটবে সেই মাঠে । সাথে হৃৎপিণ্ড বুকের বদলে মাথায় । পিপীলিকার জাত আলাদা বলে কালো আলাদা ।

আপাতত কালোর একমেবাদ্বিতীয়্ম্ একপাশে সযত্নে রেখে দিলাম । বরং এইসব 'কালারোলজি' অর্থহীন লাগতেই পারে । যদি বা অর্থপ্রদ লাগে তাতেও ভুলটুল থাকতে পারে, তবে নিউমোরোলজির মত অতটা লালমুখো নয় ।

No comments:

Post a Comment