*
জেতার জন্য হাই-লেভেল টেকনিক বুঝি খুব জরুরী ? স্টাইল ধরে রাখা কি ফিনিশিং টাচ হিসেবে একান্ত কাম্য ?
নার্ভ ছিঁড়ে ফিনকি দিয়ে টেনশনের হরমোন বেরোচ্ছে অথচ বোলার আর দশজনের ফিল্ডিং পজিশন ছাড়া গোটা মাঠজুড়ে স্ট্যাটিস্টিকালি যে বড় একটা ফাঁকা অংশ আছে সেটাকেই মূল টার্গেট করে সাধারণাতিসাধারণ ব্যাটিং করছে । এই ব্যাটিংয়ের জন্য কিছুই লাগে না শুধু বল গলিয়ে দেওয়ার কমন্ সেন্স ছাড়া । সাথে ফিল্ডারের মাথা বাঁচিয়ে বলকে যতটা সম্ভব বাউন্ডারির কাছাকাছি বা তা অবধি পৌঁছে দেওয়ার সুযোগকে কাজে লাগানো । এগুলো একমাত্র ধোনির না-দেখা বুকপকেটে থাকে ।
দেখা যাক কতটুকু বের করতে পারে সেই আশ্চর্যজনক বুকপকেট ?!
উল্টোদিকে রায়না হায়নার মত ভয়ঙ্কর নয়, আয়নার মত দৃশ্যকাব্যিক নয় । তবুও বায়নার মত রান চাওয়াচাওয়ির মধ্যে দিয়ে আউট যে কেউ "চায় না", সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ।
দেখা যাক সে শেষমেশ উইকেট খোয়ানোর রায় না দিয়ে থাকতে পারে কিনা ?!
**
নাঃ ! তার ওয়ারড্রোবে বেশি সেঞ্চুরি নেই । আর এবারের সেঞ্চুরিটাকে 'ওয়ারড্রোব ম্যালফাংশন' বললেই সেটা খুব একটা অত্যুক্তি বা কটূক্তি শোনাবে না । চালিয়ে যা রায়না ।
#হোক_সেঞ্চুরি
***
এইতো ! পেরেছে ! আগেও পেরেছিলো । বহুবার । অসংখ্য বারের মধ্যে তার এমন সাফল্যের সংখ্যা গোনা আমাদের কাজ নয় ।
ধোনির সেই বুকপকেটটা আমাদের চাই, তবে নিজেদের কাছে রাখতে নয় ।
কায়দার ছলে বুকের বাঁদিকে হাত বার বার চাপড়ে বুঝিয়ে দেওয়া, যার একটাই অর্থ - ভিতরের পকেটটা এখনো সুরক্ষিত ।
জেতার জন্য হাই-লেভেল টেকনিক বুঝি খুব জরুরী ? স্টাইল ধরে রাখা কি ফিনিশিং টাচ হিসেবে একান্ত কাম্য ?
নার্ভ ছিঁড়ে ফিনকি দিয়ে টেনশনের হরমোন বেরোচ্ছে অথচ বোলার আর দশজনের ফিল্ডিং পজিশন ছাড়া গোটা মাঠজুড়ে স্ট্যাটিস্টিকালি যে বড় একটা ফাঁকা অংশ আছে সেটাকেই মূল টার্গেট করে সাধারণাতিসাধারণ ব্যাটিং করছে । এই ব্যাটিংয়ের জন্য কিছুই লাগে না শুধু বল গলিয়ে দেওয়ার কমন্ সেন্স ছাড়া । সাথে ফিল্ডারের মাথা বাঁচিয়ে বলকে যতটা সম্ভব বাউন্ডারির কাছাকাছি বা তা অবধি পৌঁছে দেওয়ার সুযোগকে কাজে লাগানো । এগুলো একমাত্র ধোনির না-দেখা বুকপকেটে থাকে ।
দেখা যাক কতটুকু বের করতে পারে সেই আশ্চর্যজনক বুকপকেট ?!
উল্টোদিকে রায়না হায়নার মত ভয়ঙ্কর নয়, আয়নার মত দৃশ্যকাব্যিক নয় । তবুও বায়নার মত রান চাওয়াচাওয়ির মধ্যে দিয়ে আউট যে কেউ "চায় না", সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ।
দেখা যাক সে শেষমেশ উইকেট খোয়ানোর রায় না দিয়ে থাকতে পারে কিনা ?!
**
নাঃ ! তার ওয়ারড্রোবে বেশি সেঞ্চুরি নেই । আর এবারের সেঞ্চুরিটাকে 'ওয়ারড্রোব ম্যালফাংশন' বললেই সেটা খুব একটা অত্যুক্তি বা কটূক্তি শোনাবে না । চালিয়ে যা রায়না ।
#হোক_সেঞ্চুরি
***
এইতো ! পেরেছে ! আগেও পেরেছিলো । বহুবার । অসংখ্য বারের মধ্যে তার এমন সাফল্যের সংখ্যা গোনা আমাদের কাজ নয় ।
ধোনির সেই বুকপকেটটা আমাদের চাই, তবে নিজেদের কাছে রাখতে নয় ।
কায়দার ছলে বুকের বাঁদিকে হাত বার বার চাপড়ে বুঝিয়ে দেওয়া, যার একটাই অর্থ - ভিতরের পকেটটা এখনো সুরক্ষিত ।
No comments:
Post a Comment