দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কয়েকঘন্টা চক্কর দেওয়া আর দুবাইকে কয়েকঘন্টায় দুমড়ে-মুচড়ে দিয়ে খেলাটা বের করে নেওয়া । দুটোর মধ্যে মিল একটা - শুরুতে আনন্দে কাটলেও সময়টা যেন দ্রুত ফুরিয়ে যায় । ভুস করে ভ্যানিশ হয়ে যায় আনন্দের রেশটা । মনে হয় আরো সময় নিয়ে যদি কাটানো যেতো । সেই বাকি সময়টা আজকের ম্যাচে যদি পুষিয়ে নেওয়া যায় । কে জানে কি যে হবে আজ ?
আজ অন্যদিন । দোলের পরদিন বলে নয় । ক্যারিবিয়ানদের সাথে ক্রিকেটযুদ্ধ বলে নয় । তাহলে গেইলের ঝোড়ো ব্যাটিং দেখতে পাবার আশায় ? কোই বাত নেহি ! অন্যদিন এই কারণে যে আজ কলকাতায় অফিসের ছুটি নেই, অথচ সামনে চলছে "বড়ে স্ক্রীন, ছোটে স্ক্রীন" । বড়োটা স্যামসুং স্ক্রীনজুড়ে পার্থ-এর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম । ছোটোটা লেনোভো স্ক্রীনজুড়ে অফিসের যাবতীয় জিনিসপত্তরসহ ফেসবুকিং-ব্লগিং । হোম-সুইট-হোম-দর্শক আমি । ঘাড় আর চোখের মধ্যে কোনটা বেশি দোলনা খাচ্ছে - দুটোই সমান উপরনীচ করছে ? একটাকে স্থির রেখে অন্যটাকে উপরনীচ করানো ? বলা মুশকিল !
ওরে জিয়ো পাগলা !! টস জিতলো ওরা । এবিপি-কে দেওয়া দাদার সেই ইন্টারভিউটা মনে পড়ে গেলো । ভারতের আসল পরীক্ষা হতে চলছে কিনা । বিপক্ষ যদি হিমালয়ের চূড়া অবধি রান তোলে, তবে কি এপক্ষ সেই চূড়া অবধি ট্রেকিং করতে পারবে নাকি মাঝপথে একে একে মুখ থুবড়ে পড়ে যাবে ? সেটা দেখার ।
একি ? যাহ কলা !
কেলো করেছে !
ওকি ? কি হচ্ছে এটা ? ঘরে বসে ফের দুবাইতে বেকার চক্কর দিচ্ছি নাকি ? এটা তো শালা লম্বা লম্বা ষন্ডামার্কা লাল-হলুদের টিম । বীভৎস টিম কিনা বলি আমরা । আর গেইল ? যার ব্যাটিং চোখ বুজে ঘাড় গুঁজে দেখতে হয়, সেও দুবাই গ্যালো । টু বি আইরনিক, ডুবে-ই গ্যালো । এতো সহজে ? ঠিক বোধের গম্য হচ্ছে না । ভালো খেলা দেখার আশা এইভাবে লেখার সাথে বৃথা যাবে ভাবি নি । থাক ! আর কি লিখবো এ খেলা নিয়ে ?
ভাগ্যিস ! শুরুতে অনেকখানি অ-ক্রিকেটীয় ভাট লিখেছি । আচ্ছা, একটা কথা জিগাই দাদাকে । দাদা, তোমার কেমন লাগছে ? আসল অগ্নিপরীক্ষাটা আর দেখা হলো না তোমার, তাই না ? সীতার বোলিং-ফিল্ডিং সত্যি বেশ দানবীয় লাগছিলো প্রথম ইনিংসে ? হে মহারাজ, তুমি কোন যে রামচন্দ্র সে সেকেন্ড ইনিংস নিয়ে কিন্তু-কিন্তু করে ? আমিও তোমার মত ভীষণ হতাশ, তবে তোমার মত এতো পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসি না । শুধু ভালোবাসি সীতাকে । মহাভারতের সীতা ।
রামায়ণ ? হা হা হা ! এক্সকিউজ মি !
No comments:
Post a Comment