30 Mar 2015

আম্পায়ারিং-এর চাকরি


আম্পায়ারিং-এর চাকরি পাওয়া আপাতসহজ মনে হলেও নট আউট-কে নট আউট বলা আর আউট-কে আউট বলা মুখের কথা নয় । একবার ছড়িয়ে ফেললে পরে টিভি আম্পায়ারের কাছে 'বকুনিঝকুনি' খেয়ে হাতদুটি ক্রস করে কাঁধ ছুঁয়ে পাপীদের মত ভুল স্বীকার করে । এই কাজ করে চাকরিটা খুইয়ে না গেলেও মানসম্মানিজ্জত সব চলে যায় নিমিষে । রোদচশমা পরা থাকে বলে খানিকটা হলেও পাপী মুখবয়বটা আড়ালে থেকে যায় ।

রোদচশমা কি তাহলে আম্পায়ারদের সিকিয়রিটি গার্ড ? কুমার ধর্মসেনাকে দেখতে দেখতে মনে হলো এই দানবিক চাপের সিচুয়েশন ব্যাখ্যাতীত ।

No comments:

Post a Comment