2 Mar 2015

এর কোনো সমাধান নেই


প্লিজ্ ! ওইসব 'এখন সময় গর্জে ওঠার' মার্কা পেজগুলো বানিয়ে আমাকে লাইক করার আমন্ত্রণবার্তা পাঠিয়ো না । যাদবপুরের তখনকার ভিসি অভিজিত চক্রবর্তীর পদত্যাগের দাবী আর মুক্তমনার লেখকবিজ্ঞানী অভিজিত রায়ের হত্যাকারীদের ক্যালানোর দাবী একই নয় ।

প্রথমত ওদের ধরা সহজ নয় । সংখ্যায় নিতান্ত কমও নয় এরা । এদের গোষ্ঠীর অজানা শাখা প্রশাখা অনেকগুলো থাকাও অসম্ভব নয় । প্রতি আক্রমণের জন্য প্রশিক্ষণ নেই আমাদের হাতে যে আনাড়ির মত মারতে যাবো সেটাই বলা বাহুল্যমাত্র । সর্বশেষে প্রাণ হাতমুঠো করে বীরত্ব দেখিয়ে নিজের পরিবারের দায়িত্বপালনের গুরুত্বপূর্ণ কাজ চিরকালের মত শেষ করে দেওয়ার মধ্যে কোনো সৎকারণ দেখতে পাই না । 

যদি জানতে চাও এইসব হত্যা বন্ধ বা ধর্মান্ধতা দূরীকরণের তাহলে সমাধান কী ? আমি বলবো - "এর কোনো সমাধান নেই"। এটা সামান্য একটা পদত্যাগের মত ফ্যাক্ট নয় । এটা যুগ যুগ ধরে চলা একটা পার্মানেন্ট এবং বিশ্বের জটিলতম ইস্যু । চারদেওয়ালের মধ্যে থেকে একই জাতিবর্ণগোত্রের প্রিয়জনদের সাথে যখনতখন ঝগড়া হয়, যার পরিণাম ভয়ঙ্কর হতেও পারে । আর এটা থামানোর সমাধান কই ?

নারীধর্ষণের মত একটা পুরোনো ক্লান্তিকর অথচ সর্বকালীন সমস্যার সমাধান পাওয়া গেছে এত এত এত প্রতিবাদ মিছিল আন্দোলনের পরে ? বরং যেসব ইস্যু সলভ করা সম্ভব, সেগুলোর জন্য গলা ফাটালেই দিব্যি কাজ করবে ।

No comments:

Post a Comment