স্তন
ক্যানসারের সাথে পায়ের বাতের তুলনাটা কিসের ভিত্তিতে হলো ? বি.আর.সি.এ.১
(BRCA1) জিনবাহী হলে ক্যানসারজনিত মৃত্যুভয়ের কারণে জরায়ু কেটে বাদ দেওয়ার জন্যে যে
মানসিক কাজটা করে, তার সাথে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বা ডেঙ্গুজ্বরের
ভয়ে হাত বা স্যারের কানমলা খাওয়াতে রেস্ট্রিকশন হিসেবে কান কেটে দেওয়ার
মানসিকতা কি করে একই খাতায় ফেলা হচ্ছে ? এইসব অপ্রাসঙ্গিক তুলনাতুলনোতে
কোনো সায়েন্টিফিক জাস্টিফিকেশন আছে ? ক্যানসারজনিত যে সম্ভাবনাগুলো আছে
ডাক্তারি ভাষায়, সেগুলো কি পায়ের হাঁটু, খোলা হাত বা কানের সাথে যায় ? যদি
বা স্কিন ক্যানসারের রোগী হয়, তাও ওইসব আক্রান্ত অঙ্গপ্রত্যঙ্গ কেটে বাদ
দেওয়ার পক্ষে কোনো রেকমেন্ডেশন নেই মেডিক্যাল সূত্রে যতদূর পড়েছি ।
আজকের কাগজে 'কাটাকুটি খেলা' শীর্ষক স্যাটায়ারধর্মী নিবন্ধে অ্যাঞ্জেলিনা জোলির স্বেচ্ছায় স্তন-জরায়ু কেটে বাদ দেওয়ার প্রসঙ্গে হাত-পা-কানের বিষয়ে যে সব ব্যাঙ্গার্থক কথাগুলো আছে, সেগুলো চূড়ান্ত রকমের ফ্লপ করেছে । নেই কোনো তুলনাভিত্তিক যুক্তি, নেই কোনো গ্রহণযোগ্য প্রাসঙ্গিকতার মানসিকতা । পারিবারিক ইতিহাসকে প্রামাণ্য রেখে (নিজের মায়ের ব্রেস্ট ক্যানসারের রোগ আর ওভারিয়ান ক্যানসারে মৃত্যুর ইতিহাস) সারভাইভ করাটা একটা প্রধান কাজ যা সব মানুষের মধ্যে থাকে কম-বেশি । কিন্তু ক্যানসারজড়িত জীবন মোটেই আর পাঁচটা সাধারণ জীবনযাপনের মধ্যে পড়ে না । এমতাবস্থায় বেঁচে থাকাটা প্রতিমুহূর্তে ঝুঁকতে ঝুঁকতে যায়, তার সাথে এমন একটা এক্সট্রিম স্টেপ নিতে বাধ্য হয় যেখানে রূপ বড় নয়, অন্তরাত্মা আসলে মুখ্য । সেটা অবশ্যই ঠিক এবং তা অবধি জলের মত ফ্লো চলছিলো, শেষে ওখানেই আবর্জনা ময়লা গু ফেলতে শুরু করলো যা এখানে অত্যন্ত অবাঞ্ছনীয় ।
হ্যাঁ, অণ্ডকোষ কাটতে হলে ডাক্তারের সাথে আগে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ যে যত বড় গাম্বাটের মত শভিনিস্ট হোক । কারণ ক্যানসার নামক শারীরবৃত্তীয় রোগ আর শভিনিজম্ নামক মানবিক প্রবৃত্তি শুধু সুমেরু-কুমেরু নয়, সম্পূর্ণ আউট অফ মিল্কিবারের মত একটা 'পেটেন্ট' ।
অন্যের মৃত্যুভয়কে হাইলাইট করে মৃত্যুসম্ভাবনাহীন হাতপা-কান-বিষয়ক একটা সাব্-থিম ঢুকিয়ে এভাবে প্রয়োজনের বেশি 'কাটাকুটি খেলা' করলে একই শিরোনামধার্যক লেখাটির প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত মেলোড্রামার যে উপভোগ্য মঞ্চটা থাকে সেটা হুড়মুড় করে ভেঙে পড়ে যায় ।
আজকের কাগজে 'কাটাকুটি খেলা' শীর্ষক স্যাটায়ারধর্মী নিবন্ধে অ্যাঞ্জেলিনা জোলির স্বেচ্ছায় স্তন-জরায়ু কেটে বাদ দেওয়ার প্রসঙ্গে হাত-পা-কানের বিষয়ে যে সব ব্যাঙ্গার্থক কথাগুলো আছে, সেগুলো চূড়ান্ত রকমের ফ্লপ করেছে । নেই কোনো তুলনাভিত্তিক যুক্তি, নেই কোনো গ্রহণযোগ্য প্রাসঙ্গিকতার মানসিকতা । পারিবারিক ইতিহাসকে প্রামাণ্য রেখে (নিজের মায়ের ব্রেস্ট ক্যানসারের রোগ আর ওভারিয়ান ক্যানসারে মৃত্যুর ইতিহাস) সারভাইভ করাটা একটা প্রধান কাজ যা সব মানুষের মধ্যে থাকে কম-বেশি । কিন্তু ক্যানসারজড়িত জীবন মোটেই আর পাঁচটা সাধারণ জীবনযাপনের মধ্যে পড়ে না । এমতাবস্থায় বেঁচে থাকাটা প্রতিমুহূর্তে ঝুঁকতে ঝুঁকতে যায়, তার সাথে এমন একটা এক্সট্রিম স্টেপ নিতে বাধ্য হয় যেখানে রূপ বড় নয়, অন্তরাত্মা আসলে মুখ্য । সেটা অবশ্যই ঠিক এবং তা অবধি জলের মত ফ্লো চলছিলো, শেষে ওখানেই আবর্জনা ময়লা গু ফেলতে শুরু করলো যা এখানে অত্যন্ত অবাঞ্ছনীয় ।
হ্যাঁ, অণ্ডকোষ কাটতে হলে ডাক্তারের সাথে আগে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ যে যত বড় গাম্বাটের মত শভিনিস্ট হোক । কারণ ক্যানসার নামক শারীরবৃত্তীয় রোগ আর শভিনিজম্ নামক মানবিক প্রবৃত্তি শুধু সুমেরু-কুমেরু নয়, সম্পূর্ণ আউট অফ মিল্কিবারের মত একটা 'পেটেন্ট' ।
অন্যের মৃত্যুভয়কে হাইলাইট করে মৃত্যুসম্ভাবনাহীন হাতপা-কান-বিষয়ক একটা সাব্-থিম ঢুকিয়ে এভাবে প্রয়োজনের বেশি 'কাটাকুটি খেলা' করলে একই শিরোনামধার্যক লেখাটির প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত মেলোড্রামার যে উপভোগ্য মঞ্চটা থাকে সেটা হুড়মুড় করে ভেঙে পড়ে যায় ।
No comments:
Post a Comment