১. মুখে দাড়িগোঁফ গজায় রোজ । তাই আমি একজন 'পুরুষ'
২. বৈবাহিকসূত্রে আবদ্ধ হয়েছি সেই কবে । তাই আমি একজন 'বিবাহিত পুরুষ'
৩. স্ত্রীসত্তার পাশাপাশি অন্যান্য নারীদের দিকেও চোখ চলে যায় অনায়াসে । তাই আমি একজন 'বিসমকামী বিবাহিত পুরুষ'
৪. অফিসে সকালে ঢুকি, অন্ধকার হলে বা আরেকটু বেশি অন্ধকার হলে বা আরো ঘন অন্ধকার হলে বেরিয়ে পড়ি, অথচ কিছু পাই না মাসমাইনে বাদে । তাই আমি একজন 'ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
৫. সেই ছোটোবেলা থেকেই কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বা দরকারী ফর্মে রিলিজিয়ান-এর বক্সে ব্লক লেটারে এইচ-আই-এন-ডি-ইউ লিখে আসছি । তাই আমি একজন 'হিন্দু ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
৬. যাওয়া-আসার পথে কালীবাড়ির সামনে দিয়ে গেলে দু-তিনবার তর্জনী কপাল-থেকে-বুকে, বুক-থেকে-কপালে ঠুকে মারি, অথচ এক কলিগের তার অফিসিয়াল মেলবক্স খোলার পাসওয়ার্ড টাইপ করে পাঁচমিনিট চোখবুজে ঠাকুরের নামস্মরণ করার পর এন্টার মারার ব্যাপার নিয়ে প্রায়শই লেগপুলিং করি । তাই আমি একজন 'আধাস্তিক হিন্দু ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
৭. বাংলা ও বাঙালিয়ানা-তে মেতে উঠি, ইংলিশ নিয়ে ততটা করি না । তাই আমি একজন 'বাঙালী আধাস্তিক হিন্দু ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
৮. বছরের শুরুতে ক্যালেন্ডারের উপর হামড়ে পড়ে দেখি দুর্গাপুজোর ছুটি কবে থেকে, খুশির ঈদের ছুটি শুক্রবার না সোমবার পড়ছে, খ্রিস্টমাস দিনের আগে থেকে এক হপ্তার ছুটি নেবো কিনা, চিড়িয়াখানায় যাই সিংহকে দেখতে, মুদির দোকানে যাই কিছু কিনতে, আপ-এর অ্যানিমেশন মুভির ভক্ত, আপন দিদি নেই । তাই আমি একজন 'সিক্যুলার বাঙালী আধাস্তিক হিন্দু ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
৯. মহাভারত পড়তে অনাগ্রহী, ভারতমাতার স্বাধীনতাদিবসে ঘরে ল্যাদ খাই, ভারতের ক্রিকেটদলের জন্য দেশপ্রেমহীন হৃদমাঝারে শত বনফুল বিকশিত হয় আর কেউ নিজের বুক ঠুকে একজন খোদ ভারতীয় বলে দাবী করলে আমি তাকে প্রথমে চোখ সরু করে দেখি, পরক্ষণে চোখ সরিয়ে নিই । তাই আমি একজন 'ভারতীয় সিক্যুলার বাঙালী আধাস্তিক হিন্দু ফ্রাস্টু বিসমকামী বিবাহিত পুরুষ'
১০. এই গ্লোবালাইজেশন জমানায় লিস্টটা আরো লম্বা হবার প্রবালিটি কখনো জিরো হবে না । তাই আমি একজন 'ক্রমবর্ধমান লেজবিশিষ্ট ভারতীয়...'