নিজের পায়ের নখগুলো হঠাৎ খেয়াল করলাম । নাহ্ কথাটা ভুল বলে নি সে তখন । বারো-তেরো বছরের পুরোনো কথাটা । এমন ভাঙা, এবড়ো-খেবড়ো রক্তাভ সাদাটে চৌকো গুলো কোনো মেয়ে তো কোনোদিন যোগ্যতার আওতায় আনতে সাহস পাবে না ।
নির্ভেজাল মসৃণ নখযুক্ত পা যাদের তারা কি নির্ভরযোগ্য হয়? নাকি উল্টো বোধের অগম্য হলো আমার?
তবু পায়ের নখের যোগ্য না হবার দাবীর ভিতরে প্রত্যাখানের যে একটা সূক্ষ্মচালাকি থাকে সেটা বুঝতে নেলকাটার-ও লাগে নি আমার সেদিন ।
কিন্তু এখন মনে হলো পায়ের নখের যত্ন নেওয়ার খুব দরকার নিজেকে বাস্তবিক যোগ্যতম করে তোলার জন্যে । অন্য কারুর যোগ্যতা সেই নখের কাছে ন্যূনতমপক্ষেও নগণ্য ।
ভাইসব, তোমরা-ও পায়ের নখগুলোর প্রতি যত্নবান হয়ে ওঠো ।
No comments:
Post a Comment