26 Jul 2014

একচামচ আশা


প্রত্যেকের হাতে এক চামচ আশা । আশাতীত হবে জেনেও হাতটা সামনের দিকে সোজা টানটান । স্থির চোখদুটিতে আশার টর্চ ।

ট্রেনের হুইশেলের শব্দের চেয়ে অনেক বেশি আশাবাদী এই কচি হুইশেলের শব্দ । এর প্রতিটি তাৎক্ষণিক তরঙ্গ বাতাসে ধাক্কা খেতে খেতে ভাঙে আর ছড়িয়ে দেয় অগুনতি আশাণু ।

পাগুলো পাগুলে পাগলে পাগল হয়ে যায় তক্ষুনি । একসঙ্গে চিৎকার করে ওঠে দুইপাশে সারিবদ্ধভাবে বসে থাকা হতাশারা । কিছু কিছু প্রত্যাশার দৌরাত্ম্যে হাতবন্দী চামচগুলো এক এক করে নিরাশ হতে থাকে ।

অন্তিমবিন্দুতে এসে পৌঁছালো একটিমাত্র ক্ষীণ আশা । তার পেছনে ছড়িয়ে ছিটিয়ে গড়াগড়ি খাচ্ছে কতকগুলো উচ্চাশা ।

মনেও লাগে ধুলো আর বালি । ধীরে । সুধীরে । অধীরে ।

No comments:

Post a Comment