14 Jul 2014

খেলনাগাড়ি


একটা খেলনাগাড়ি আমার বুকের উপর দিয়ে চলে গেলো । বেশ কন্ট্রোল ছিলো ব্যাটারিচালিত গাড়িটার ।

বুকের ছাতি যে তার একমাত্র পছন্দের রাস্তা সেটা ভাবতে ভাবতে কতক্ষণ ধরে শুয়ে আছি । খেয়াল নেই ।

ঐ যে আবার আসছে আমার বুক লক্ষ্য করে । চোখ বুজে ফেললাম । 

গাড়িটার গতিপ্রকৃতি যদি পাল্টাতে পারতাম ? যদি চলার পথ আরো দুর্গম করে দিতাম ? যদি একজন নারীরূপ ধারণ করতাম এই বিশেষ আনন্দের মুহূর্তে?

No comments:

Post a Comment