7 Jul 2014

সতীনাথ ভাদুড়ী - 2


"লেখকের থাকে সেন্সিটিভনেস্ অফ্ মাইন্ড । কবির হয়তো ধ্বনিজ্ঞান মেশানো থাকে সেন্সিটিভনেস্-এর সঙ্গে, কেউ রঙ বিষয়ে সেন্সিটিভ, সঙ্গীতশিল্পী ধ্বনি বিষয়ে, বিদ্বান ব্যক্তি বইপড়া পাণ্ডিত্য নিয়ে, সংখ্যা কারও মাথায় খেলে । সত্যিকারের এর মধ্যে উচ্চনীচ নেই । আমরা সেটা আরোপ করেছি । এক-একজনের এক-এক রকমের ক্ষমতা । কতকগুলো ক্ষমতা (প্রতিভা) আজকের কাজে লাগছে না, হয়তো আগে লাগত, হয়তো পরে লাগবে । বড় বৈজ্ঞানিক বা বড় দার্শনিকের ও ঔপন্যাসিকের বিরুদ্ধে এইরকম অযথা জনপ্রিয়তার অভিযোগ থাকতে পারে । তা নেহাত অযৌক্তিকও নয় ।

কিন্তু এই যুক্তির মূলেও রয়েছে যে আমরা পাণ্ডিত্য, একাডেমিক কোয়ালিফিলেকশন্, বিদ্যা এইসবকে বড় বেশি বলে ভাবি এখনো । কেউ জীবনের কোনো ক্ষেত্রে বড় হলে এখনও প্রশ্ন করি, লেখাপড়া কতদূর?"

No comments:

Post a Comment