10 Jul 2014

মৃতাণু


ঘুম যদি মৃত্যুপথের চেয়ে আরো চওড়া হত, মৃত্যুকালের চেয়ে আরো দীর্ঘতর হত ?

মাত্র কয়েক ঘন্টার ঘুমে অসংখ্য মৃতাণু নিঃসৃত হয়ে যায় সেটা আমরা কি কেউ খেয়াল করেছি ?

ঘুমের কালি দিয়ে লেখা আছে যে প্রতিটা মৃতাণু পরজন্মের বাহক । স্বপ্নজালে ধরা পড়া সেই ছেঁড়া কাগজটুকু আছে আমার বালিশের তলায় ।

No comments:

Post a Comment