8 Jul 2014

চাই শুধু মদ



সান্ত্বনার গ্লাস চাই না
চাই শুধু মদ
সাইকোলজিক্যাল গর্তে ঢালতে চাই না
চাই শুধু মদ
গালে আনন্দের টুকরোটাকরা টোকা মারতে চাই না
চাই শুধু মদ
কাঠের টেবিলের মাথায় প্রমোশনের চাপড় মারতে চাই না
চাই শুধু মদ 

দেয়ালের টিকটিকি হয়ে চুপ হয়ে থাকতে চাই
অথবা ঘুমোতে চাই
দেয়ালের প্লাস্টারের পেছনে থাকা ইঁটের মাঝে 

দাও শুধু মদ , শু-উ-উ-ধু
খাই
আর খেয়ে যাই

No comments:

Post a Comment