তাই বলে হারিয়ে যাবে ? এর আগে কবে কোথায় কিভাবে এবং কতবার হারিয়ে গেছিলে তার সমস্ত হিসেব একটা খাতায় করা ছিলো । সেই খাতাটাও হারিয়ে গেছে । কত লোকে হারিয়ে যেতে চায় । এই দুনিয়াটা প্রতিগুগলে যে ক্রমশঃ ছোটো হয়ে আসছে সেটা কেউ বুঝতে চায় না, বোঝে শুধু হারিয়ে যাওয়ার আভিজাত্য, আড়ম্বরতা ও আনুষ্ঠানিকতা যা আজকের দিনে সস্তা । তুমিও বুঝি তাই করতে চাও ? শুধু একটা কথা বলে রাখি পরদিন তোমার ফিরে আসার লজ্জাটা আমাকে যেন দেখতে না হয় । কারণ এই লজ্জা যাবতীয় লজ্জার মত কোনোদিন ঢাকবার নয় ।
No comments:
Post a Comment