কতটা কার্যকরী হবে শহরে ওয়াই-ফাই চালু হলে সেটা শুধু বোঝা যাবে চালু হবার দিন থেকে । সার্ভিস কেমন দেবে ? কত বা ফাস্ট হবে ? থ্রি-জি ছেড়ে ফোর-জি'তে অভ্যস্ত হলে থ্রি-জি'তে ফিরে আসার সম্ভাবনা কমবে ? এলেও বা আগেকার তুলনায় আপাত শ্লথ লাগবে না তো ? এত টাকা (নেট চার্জ ফি) কোত্থেকে আসবে বা কে কারা পকেট মারবে ? পরিবেশদূষণ, ছিনতাই-খুন-ধর্ষণ, সামগ্রিক প্রশাসনিক শোষণ-এর জ্বালায় অতিষ্ঠ প্রাণের কথা ছেড়ে এই প্রতিশ্রুতি দেবার অর্থ কী ? সর্বোপরি গলা টিপে দমবন্ধ করার মত জনবহুল কলকাতা জুড়ে নেট-সার্ভে-কারীর সংখ্যার ঠেলায় কেমন বা কাজ দেবে - ইত্যাদিকার সন্দেহীয় প্রশ্নসব একসাথে জড়ো করে একপাশে সরিয়ে রাখলাম, যতই না প্রাসঙ্গিক হোক । কিন্তু একবার শুরু হলে নেট অ্যাক্সেস পেয়ে পটি করতে করতে পর্নোগ্রাফি দেখা শুরু করে ডেটিং চলাকালীন জরুরী সব তথ্য ডাউনলোড করা ছাড়াও বেশ কিছু অভূতপূর্ব সুবিধা পাওয়া যাবে । তার অন্যতম হল - নিজের অজ্ঞতা প্রাণপণে ঢেকে রাখার চেষ্টা বা সেই ভয়টুকু অন্ততঃ থাকবে না যখন চটজলদি সমস্ত উত্তর একনাগাড়ে পাওয়া যাবে ।
যেমন ? ধরা যাক হঠাৎ করে কোনো এক টিভি চ্যানেলের গাড়ি এসে থামলো । তা থেকে
একজন মিডিয়ার লোক হাতে মাইক নিয়ে পথচলতি কয়েকজনকে ধরে ধরে জেনারেল নলেজের
কিছু প্রশ্ন করছে । সঙ্গী ক্যামেরামান । বিভিন্ন এক্সপ্রেশন ধরার জন্যে
উত্তরদাতাদের দিকে ক্যামেরা তাক করা । একটা প্রশ্ন করা হল - "পশ্চিমবঙ্গের
বর্তমান মুখ্যমন্ত্রী কে ?", জবাবে মাথা না চুলকে, মুখখানা শুকিয়ে
অ্যাইটুকুন না করে, জিভ দিয়ে ঠোঁট না চেটে, চোখদুটো চোরের মত এদিক ওদিক না
ঘুরিয়ে বা একচোখ বন্ধ রেখে কোনাকুনি দাঁত খিঁচিয়ে
জানতাম-কিন্তু-ভুলে-গেছি-মার্কা আহাম্মকিপনা না করে স্মার্টভঙ্গিতে
স্মার্টফোন বের করে স্মার্টলি সঠিক উত্তর বের করে জানালো ।
কে আর আটকাচ্ছে যতক্ষণ না সেই সন্দেহীয় প্রশ্নের উত্তরগুলো একে একে বেরিয়ে এসে গোটা স্মার্টসিটিকে আনস্মার্ট করে দিচ্ছে ?! সে এক মোক্ষম হতাশার সিটি !!!
কে আর আটকাচ্ছে যতক্ষণ না সেই সন্দেহীয় প্রশ্নের উত্তরগুলো একে একে বেরিয়ে এসে গোটা স্মার্টসিটিকে আনস্মার্ট করে দিচ্ছে ?! সে এক মোক্ষম হতাশার সিটি !!!
No comments:
Post a Comment