9 Feb 2015

সব লেখক বা কবি আসলে কাল্পনিক


কোথাও না কোথাও চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় । খুঁজে পাওয়ার সার্থকতা বুঝিয়ে দেয় সব চরিত্র মূলত বাস্তবিক-ই ।

শুধু মিলটা ক্ষণিকের জন্য হলেও আমাদের নিয়ে যায় চরিত্রস্রষ্টার কাছে । বিস্ময়ের সাথে কল্পনা করি সে ঠিক কোন পরিস্থিতিতে কোথায় বসে কখন চরিত্রগুলো বানিয়ে গেছে । ভাবি যদি তার মত করে এমন লিখতে পারতাম ।

চরিত্র নয়, সব লেখক বা কবি আসলে কাল্পনিক

No comments:

Post a Comment