মাঝেমাঝে ঘোর সন্দেহ হয় যে আমরা কি আদৌ রক্তমাংসের তৈরী? সমস্ত রক্ত সুড়ুৎ সুড়ুৎ করে ড্রিংক করার পর মাংসিক তলানিটুকু পড়ে থাকে ছবির পেছনে । ছালচামড়ার ফ্রেমসহ সেই ছবিটাকেও পাল্টাতে হয় সময়-অসময়-সুসময়-দুঃসময়ের প্রেক্ষিতে । কেবল পাল্টানোর মুহূর্তে স্পষ্ট শোনা যায় অস্থিতে অস্থিতে আমাদের অস্থিরতা ।
No comments:
Post a Comment